অ্যাট্রোপিনাম (Atropinum)

পরিচয়।—অ্যাট্রোপিন বেলেডোনার তীক্ষ্ণবীৰ্য্য। এতে বেলেডোনার অনেক গুণই আছে। অ্যাট্রোপিনের বিষক্রিয়ার ফলে অনুভূতিপ্রদায়ক স্নায়ুগুলির উত্তেজনা হয়।

ব্যবহারস্থল।—চোখের উপরেই এই ঔষধটির মূখ্য ক্রিয়া। রোগী নানাপ্রকার অবাস্তব বস্তু দেখে; দ্বিত্ব-দৃষ্টি—একটি জিনিষ দুইটি দেখে, সকল জিনিষই বড় দেখে, কাল কাল কি যেন দৃষ্টিপথে ভাসিয়া বেড়ায়। পড়বার সময় অক্ষরগুলি জড়িয়ে যায়। অনুভূতিপ্রদায়ক স্নায়ুর উত্তেজনার ফল। চোখতারকা বিস্তৃত হয়। সদৃশ।—ফাইজসটিগমা—short sight অর্থাৎ দূরের জিনিষ দেখা যায় না, নিকটের জিনিষ দেখতেও চোখের খুব কাছে আনিতে হয়। রাতকানা (বথরন্স—দিবান্ধতা বা দিনকাণা), অর্দ্ধদৃষ্টি (hemiopia)— ক্যাঙ্কেরিয়া-কার্ব, চিনিনাম-সাক্ষ। আংশিক-দৃষ্টি (partial blindness)—লিথিয়াম-কার্ব। লাইকোপোডিয়াম—কোন জিনিসের কেবলমাত্র বাম অৰ্দ্ধাংশ দেখা যায়। অরাম-মেটালিকাম—একটি বস্তু দুইটি দেখা যায় অথবা তার অর্দ্ধাংশ দেখা যায়। সিপিয়া।—হঠাৎ দৃষ্টিশক্তি লোপ, জরায়ু রোগগ্রস্তা স্ত্রীলোকদের পক্ষে বিশেষ ফলপ্রদ। প্যারাফিনা অন্ধকার দেখা। চোখের সম্মুখে কাল বিন্দু দেখা যায়।

পুরাতন পেটেবেদনা, যন্ত্রণাধিক্য; অস্ত্রাবরক প্রদাহ, অম্লাধিক্য, গলার শুষ্কতা জন্য গিলতে কষ্ট, ভুক্ত পদার্থ বমি হয়ে উঠে যায়, পেটের বেদনা কিছুক্ষণ কম হতে পুনরায় বেশী হয়। স্ত্রীলোকগণের ডিম্বাশয়শূল ইত্যাদি লক্ষণেও এই ঔষধটি কাজ করে।

এটা ওপিয়াম, মর্ফিনাম, ফাইজসটিগমা, নাক্স অ্যাগারিসিন প্রভৃতির বিষয়।

শক্তি। নিম্ন ও উচ্চ উভয়বিধ শক্তিই ব্যবহৃত হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!