এসিমিনাট্রাইলোবা (Asimina Triloba )

পরিচয়। আমেরিকান-পেঁপে।

ব্যবহারস্থল।—গল-ক্ষত, জ্বর, বমি, জিহবামূল ও নিম্ন চোয়ালের গ্রন্থি-স্ফীতি এবং আরক্ত জ্বরের লক্ষণাদি স্পষ্টভাবে ফুটে উঠে। গলার ক্ষতে রোগীর স্বর ভেঙে যায়, কথা বলতে কষ্ট হয় (কার্বো, হিপার, অ্যাসিড-নাইট্রি)। সামান্য শুষ্ক কাশি। পানি পিপাসা, শীতল পানি ও বরফপানির আকাঙ্ক্ষা। বক্ষঃদেশের বাম অর্ধ্বাংশে অত্যধিক বেদনা। ফোঁড়া বা ব্রণ, বস্ত্রাদি খুললেই চুলকানি বা সুড়সড়ানির বৃদ্ধি।

শক্তি।—মূল-আরক হতে ৩x শক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!