অ্যাস্পিডোস্পার্মা (Aspidosperma)
ব্যবহারস্থল। —এটার অপর নাম কুইব্র্যাকো। এই ঔষধটি ফুসফুসের ডিজিটেলিস অর্থাৎ ডিজিটেলিস যেমন হৃৎপিন্ডের রোগে, এটাও সেইরূপ ফুসফুস রোগের উৎকৃষ্ট ঔষধ। প্রায় সকল প্রকার হাঁপানি রোগেই এই ঔষধ দ্বারা বিশেষ উপকার পাওয়া যায়। এই ঔষধ শ্বাস-প্রশ্বাস উৎপাদক-কেন্দ্রসমূহের ক্রিয়া বৃদ্ধি করে রোগীকে সুস্থ করে দেয়। হৃৎপিণ্ডের স্বল্পপরিসরতা, রক্তে ইউরিয়ার আধিক্যবশতঃ শ্বাসকৃচ্ছতা
শক্তি।– ১x, ২x, ৩x চূর্ণ বেশী ব্যবহৃত হয়।