অ্যাসক্লিপিয়াস-সিরিয়েকা বা অ্যাসক্লিপিয়াস-কর্ণিউটি
(Asclepias Syriaca or Asclepias Cornuti)
পরিচয়।— এক প্রকার গাছড়া।
ব্যবহারস্থল।—স্নায়ুতন্তু হৃৎপিন্ড ও মূত্রপিন্ডের বিকৃতির জন্য শোথ ও উদরী রোগ কষ্টরজঃ, ঘাম বিলুপ্তির পর অত্যধিক মূত্রস্রাব ও স্নায়বীয় রোগ, গর্ভবতী রমণীদের ইউরিমিয়া রোগে ও স্কার্লেটিনার (আরক্ত-জ্বর) পরবর্ত্তী শোথরোগে এই ঔষধটি বিশেষ কার্যকরী। ডাঃ হেল্ বলেন – ঘামরোধ হয়ে জ্বররোগে মাথায় রক্তসঞ্চয় হয়ে যদি শিরঃরোগ হয়, সেই সঙ্গে ঘর্মাভাব, ক্ষীণ নাড়ী, সর্বশরীর ঠান্ডা এবং মাথার যন্ত্রণার পর প্রচুর ঘাম ও অত্যধিক প্রস্রাব দেখতে পাওয়া যায়, তবে অ্যাসক্লি-সিরিয়েকাই একমাত্র ঔষধ।
প্রদর্শক লক্ষণ। শোথ রোগ। লিভারের দোষে বা হৃত্যন্ত্র-রোগের জন্য শোথ। এই ঔষধ দিলে ঘাম ও প্রস্রাব হয়ে শোঁথ কমিবে। বড় বড় গাঁটে তরুণ বাত। প্রস্রাব-বাহ্যে ইত্যাদি বন্ধ হতে মাথাধরা। বমির পর শরীর ঠান্ডা হয়। শোথরোগে মাসিক-ঋতু বন্ধ থাকে। ইউরিমিয়া। গর্ভপাত হওয়ার উপক্রম। কোষ্ঠবদ্ধ রোগে এই ঔষধের ১০ হতে ৬০ ফোঁটা অরিষ্ট প্রত্যহ তিনবার সেবন করতে দিলে, যে কোন প্রকারের কোষ্ঠকাঠিন্য আরোগ্য হয়।
শোথ। —আরক্ত জ্বরের পর শোথ। হৃৎপিন্ডের রোগ জনিত শোথ। মূত্ররোধ হয়ে শোথ। প্রস্রাব হয়ে রোগ সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে। ডাঃ হেল্ হৃদযন্ত্রের বিকৃতি জনিত শোথরোগেও এই ঔষধ ব্যবস্থা করতে বলেন। তুলনীয়। —হৃদ্রোগ জনিত শোথে ডিজিটেলিস ও অৰ্জ্জুনের সাথে তুলনীয়। মূত্ররোধজনিত শোথে এটা এপিসের সমকক্ষ। দেশীয় ঔষধ পুনর্নবাও বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে।
বাত।বাতরোগে এই ঔষধ সিমিসিফিউগার সমক্ষক। ডাঃ প্যাটি এটা দ্বারা কয়েকটি বাতরোগীকে ৮ দিনের ভিতর আরোগ্য করেছেন। কলচিকাম ও সিমিসিফিউগা বিফলে এটার ব্যবহার চলে।
ক্রিমি।-ডাঃ লিলিয়েন্থ্যাল সূত্র-ক্রিমির জন্য এই ঔষধ ব্যবহার করতে উপদেশ দেন। অত্যন্ত পরিষ্কার জিহবা, মাথায় তীব্র যন্ত্রণাসহ গা-বমি-বমি, মূত্রাধিক্য, অত্যন্ত ক্ষুধা। এটা সিনার সমগুণ। সূত্র ক্রিমিতে টিউক্রিয়াম ও কেলি-মিউর বিশেষ ফলপ্রদ। বাধকবেদনা ও গর্ভপাতের আশঙ্কায় এই ঔষধ ব্যবহৃত হয়।
শক্তি। মূল-অরিষ্ট, ১x, ৩x, ৬, ৩০, ২০০