আসাই (Asai)

পরিচয়। এটার অপর নাম আহৈ। দেবদারু বৃক্ষের মত লম্বা হয়, পাতাও কতকটা দেবদারু পাতার মত, পাতা হতে অরিষ্ট প্রস্তুত হয়।

মানসিক লক্ষণ। —নিরাশভাব এবং দারুণ উৎকণ্ঠা। রোগী অস্বস্তিবোধ করে, ভবিষ্যতের জন্যও আশঙ্কা—কি যেন বিপদ ঘটিবে (ঠিক কেলি-ফস-এর মত)।

অন্যান্য বিশেষ লক্ষণ। —জিহবা এবং মুখে জাড়ি-ঘা (বোরাক্স, কেলি-মিউরের মত)। হৃৎপিন্ডে রক্তসঞ্চয়, হৃৎস্পন্দন এবং শ্বাসকষ্ট। দাঁতের মাঢ়ী বেদনাযুক্ত ও স্ফীত, সেটাতে কালচে রক্ত (হ্যামামেলিস, মার্কিউরিয়াস)। কাশবার সময় গলার মধ্যে জ্বালা। গা-বমি-বমি এবং বমির সঙ্গে কাশি, প্রথমে শুষ্ক পরে ঘড়ঘড়ে। কখনও কোষ্ঠবদ্ধ, কখনও উদরাময়।

“ব্ল্যাকওয়াটার ফিভার” নামক একপ্রকারের সাংঘাতিক প্রকৃতির জ্বরের এটার একটি বিশিষ্ট ঔষধ। রক্ত-প্রস্রাব এবং রক্ত-বাহ্যে এটার প্রধান লক্ষণ। মস্তিষ্ক এবং হৃৎপিন্ড আক্রান্ত হলে এটা প্রায়ই মারাত্মক হয়। মস্তিষ্কের জন্য বেলেডোনা এবং হৃৎপিন্ড আক্রান্ত হলে ডিজিট্যালিস, লক্ষণানুসারে ক্যাক্টাস, অর্জুন, অ্যাকোনাইট-ফেরক্স, ক্র্যাটিগাস প্রভৃতি ঔষধ ব্যবহৃত হতে পারে। রক্ত দূষিত হলে কার্বলিক-অ্যাসিড এবং এচিনেসিয়ার সাথে তুলনীয়।

শক্তি। Q, ১x, ৩x, ৩০ এবং কখন কখনও ২০০ শক্তিও ব্যবহৃত হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!