এরাম-ম্যাকুলেটাম (Arum Maculatum)
ব্যবহারস্থল। জিহবা ফোলা, জিহবায় সূঁচবেঁধার মত যন্ত্রণা, জ্বালা, লালবর্ণ ও ব্যথাযুক্ত জিহবা এবং জিহবায় কাঁটা বিধিতেছে বোধ, কোন দ্রব্য গলাধঃকরণে কষ্ট। সর্দি, নাসাবুদ, হাঁপানি প্রভৃতি রোগে। গলার ভিতর ফুলে যায়। এইজন্য কিছু গিলতে পারে না, রক্তস্রাব। নিম্নোদর হতে বক্ষঃ পর্যন্ত এক প্রকার যন্ত্রণা, ঐ বেদনা গলার ভিতর চালিত হয়, কখনও বা রক্তবমি করে, পেটে চাপ দিলে বেদনা। ক্ষুদ্র ক্ষুদ্র পিনের মত ক্রিমির জন্য বিশেষ উপযোগী (টিউক্রিয়াম)। মূত্রনালী হতে রক্তস্রাব ক্ষেত্রে এটা উপযোগী। প্রস্রাব প্রচুর পানির মত। প্রস্রাব হতে শিং-পোড়া গন্ধ বের হয় এবং কিছুক্ষণ ধরে রাখলে সেটাতে তলানি পড়ে। অত্যন্ত নিদ্রালুতা, খাওয়ার পরেই এটার রোগী ঘুমিয়ে পড়ে, নিদ্রাকালে মুখমন্ডল লাল হয়।
শক্তি।–৩, ৬, ৩০।