এরাম ড্রাকন্টিয়াম (Arum Dracontium)
পরিচয়। অপর নাম গ্রীণ-ড্রাগন।
ব্যবহারস্থল। —ঘুংড়ি-কাশি, হাঁপানি, কানের রোগ, স্বরভঙ্গ, ধ্বজভঙ্গ, স্বরনলীর প্রদাহ, যোনিদ্বারে ও গুহ্যদ্বারে চুলকানি, গলক্ষত, আমবাত এবং শীতপিত্ত প্রভৃতি রোগে ব্যবহৃত হয়। এরাম-ড্রেকন্টিয়ামের রোগীর গলায় টাটানি ব্যথা হয়, রোগী সামান্য খুকখুক করে কাশিয়া হকহক করে গয়ার উঠায়। কাশির জন্য গলা ভেঙে যায়, রাত্রির দ্বিতীয় প্রহরের সময় মনে করে বুঝি তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেল। বক্ষঃদেশে চাপবোধ ও ব্যথা, শ্বাসকষ্ট। ১০/১১ দিন অন্তর রোগের আক্রমণ। হাঁপানির সাথে প্রচুর প্রস্রাব হয়। রোগীর সম্ভোগ বাসনার অভাব ও জননেন্দ্রিয়ের শিথিলতা বোধ থাকে। অন্ডকোষের পুর চুলকানি।
শক্তি।-নিম্নক্রমই বেশী, কখন য বন ও ২০০ শক্তিও ব্যবহৃত হয়।