অ্যার্সিন্যাল (Arsynal)
পরিচয়। এটার অপর নাম ডেম্মোডিয়াম-আর্সেনেট।
ব্যবহারস্থল। –ডাঃ এম, এ, গুয়াটিয়ার কর্তৃক এই ঔষধটি হোমিওপ্যাথিক ভেষজ শ্রেণীভুক্ত হয। তিনি যক্ষ্মারোগের দ্বিতীয় অবস্থায় একটি রোগীকে প্রত্যহ চার-ছয় সেন্টিগ্রাম মাত্রায় এক সপ্তাহ কাল প্রয়োগান্তে, রোগীকে এক সপ্তাহ কাল বিনা ঔষধে রেখে এবং পুনরায় ঔষধটি ব্যবহার করিয়ে উপকার পেয়েছেন। এতে অচিরেই রাতে ঘাম, তাপ থুথুর সাথে রক্ত উঠা বন্ধ হয়ে