আর্সেনিয়েটঅভ্ষ্ট্রিকনিয়া (Arseniate of Strychnia)

ব্যবহারস্থল।—এটা পুরাতন উদরাময়ের সাথে পক্ষাঘাত এবং হৃৎপিন্ডের বিবন্ধন; শয়নে শ্বাসকষ্ট, হৃদপিন্ডের নানাবিধ রোগে উপযোগী। নিম্নাঙ্গের শোথের সাথে স্বল্প প্রস্রাব, মূত্রের আপেক্ষিক গুরুত্ব (secific gravity) অধিক ও শর্করার মাত্রাধিক্য লক্ষণেও এই ঔষধটি ব্যবহাৰ্য্য।

ডাঃ হেল বলেন——যে সকল রোগে শরীরের গ্রন্থিসমূহের ও পরিপোষণ ক্রিয়ার বৈলক্ষণ্য জন্মে এবং সেইসঙ্গে শরীরস্থ স্নায়ুমন্ডলের আংশিক বা সম্পূর্ণ পক্ষাঘাত হয়, সেই সকল রোগে এই ঔষধটি ব্যবহার করলে সুফল ফলে।’ তিনি একটি বালকের পুরাতন উদরাময় রোগে আর্সেনিয়েট-অভ- ষ্ট্রিক্‌নিয়া ৪ x এক গ্রেণ মাত্রায় ৩ ঘণ্টা অন্তর ব্যবস্থা করে সেটা আরোগ্য করেছিলেন।

শক্তি।– ২x, ৩x চূর্ণ।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!