অ্যারিস্টোলোকিয়াগ্ল্যান্ডিফোরা (Aristolochia Glandifora)

পরিচয়।—এটার অপর নাম অ্যারিস্টো-সিম্বিফেরা বা অ্যারিস্টো-মিল হোমেন্স।

ব্যবহারস্থল।—এই ঔষধটি বহুমূত্র ও বক্ষঃস্থলের নানাপ্রকার রোগের ক্ষেত্রে উপযোগী। হৃৎপিন্ড-শিখরে কেউ ছুরির আঘাত করছে এরূপ অনুভব, সেজন্য রোগীর শ্বাসরোধে উপক্রম ও ভয়ানক যন্ত্রণা হয়। রাত্রে বক্ষঃস্থলের বামদিকে ভয়ানক বেদনা হয় এবং সামান্য স্পর্শেই বৃদ্ধি।

শক্তি।—মূল আরক ও ৩x শক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!