অ্যারেনিয়া-ডায়েডেমা (Aranea Diadema)
পরিচয়।– একপ্রকার মাকড়সা।
ব্যবহারস্থল। –এটা পুরাতন ম্যালেরিয়া জ্বরের একটি অতি মূল্যবান ঔষধ। জ্বর, শীত ও কম্প ঠিক একই সময় উপস্থিত হয়। উদরাময়, দন্তশূল, অস্থিরোগ, পালাজ্বর, স্নায়ুশূল, দাঁতের গোড়া ফোলা ও দাঁত হতে রক্তপড়া প্রভৃতি ক্ষেত্রে উপযোগী।
প্রদর্শক লক্ষণ।—রোগী আর্দ্র ও ঠান্ডা বায়ু, আর্দ্র স্থানে বাস, পানির নিকট বাস সহ্য করতে পারে না। হাইড্রোজেনয়েড কনষ্টিটিউসন। পীত ও নিউরালজিক বেদনা, প্রতিদিন একই নির্দিষ্ট সময়ে আসে। শরীরের নানা স্থান ফুলেছে এরূপ বোধ। অত্যন্ত শীত, যেন হাড়গুলি বরফ দিয়ে প্রস্তুত কিন্তু উত্তাপ তদনুসারে নয়। নানাস্থান হতে রক্তস্রাব। দাঁত দিয়ে রক্তপড়া। জ্বরের সাথে ঘাম হয় না। শুয়ে থাকিবার প্রবল ইচ্ছা। খোলা বাতাসে মাথাধরার উপশম। রাত্রে শোয়ামাত্র দাঁতে ভয়ানক যন্ত্রণা। ফুস্ফুস্ হতে উজ্জ্বল লাল রক্ত বের হয়। রোজ একই সময়ে কলিক হয়। দিনরাত শীত করে। মাসিক ঋতু খুব তাড়াতাড়ি হয় ও প্রচুর পরিমাণ। প্লীহা ও যকৃৎ বড়। পেট ভারীবোধ, যেন পাথর বসান আছে। হাইড্রোজেনয়েড কষ্টিটিউসন লক্ষণে নেট্রাম-সাক্ষ এটার সদৃশ ঔষধ। আর্দ্র ও ঠান্ডা হাওয়া, আর্দ্র স্থানে বাস করা বা পানির ধারে বাস করা নেট্রাম-সাল্ফের রোগীও সহ্য করতে পারে না। অ্যান্টিম -টার্টেও এই প্রকারের লক্ষণ আছে। ঠাণ্ডা জলীয় হাওয়ায় রোগের উৎপত্তি এবং বৃদ্ধি।
জ্বর। —অ্যারেনিয়া পুরাতন ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ। বর্ষা আসলেই জ্বরটি ঘুরে দেখা দেয়। নির্দিষ্ট সময়ে জ্বরের আক্রমণ এবং কম্প (সিড্রন)। অত্যাধিক শীত। কিছুতেই শরীর গরম হয়না। যদি বা কখনও শরীর গরম হয়, তখন পিপাসা হয়। এতে জ্বরের সাথে দন্তশূল ও মাথার যন্ত্রণা হতে দেখা যায়। পেটজোড়া প্লীহা ও যকৃত এবং তাতে বেদনা। বেদনা। উদরাময়।ঠান্ডায় বসবাস বা বর্ষাকালীন আর্দ্র বায়ুতে উদরাময় হলে এই ঔষধ ব্যবহার্য্য। হাইড্রোজেনয়েড ধাতুর লোকদের পক্ষেই এটা বিশেষ কার্যকরী। মল পানির মত পাতলা, পেটের ভিতর অনবরত ভুটভাট করতে থাকে।
অস্থিরোগ।—পাঞ্চাস্থি (Os-calcis) নামক অস্থিতে যেন কুরিয়া ফেলছে এরূপ বেদনা। আক্রান্ত স্থান অত্যন্ত ঠান্ডা অনুভূত হয়।
দন্তশূল।—জ্বরের সাথে দত্ত-শূল বা বর্ষাকালে দন্তশূলের বৃদ্ধি অথবা শোয়ার পর বৃদ্ধি লক্ষণে এটা ব্যবহাৰ্য্য। বৃদ্ধি।—বর্ষাকালে; মধ্যরাত্রে; আর্দ্র স্থানে বাস করলে। বেলা ৩টা হতে ৮টা পৰ্য্যন্ত। হ্রাস।—ধূমপানে; টিপলে।
শক্তি।৩, ৩, ৬, ৩০ শক্তি।