অ্যারাগ্যালাস্-লেম্বার্টি (Aragallus Lamberti)
স্নায়ুশূল প্রধান ক্রিয়া। –বুদ্ধির জড়তা, স্নায়ুমন্ডলের ক্রিয়ার বিকৃতি ও পক্ষাঘাতিক লক্ষণ উৎপন্ন করে।
মন। —অতিশয় বিষণ্ণ; অপরাহ্ণ ও সকালে বৃদ্ধি; কোন বিষয়ে মনোনিবেশ করতে পারে না, অত্যন্ত কোপন স্বভাব ও একগুঁয়ে হয়ে উঠে।
ঔষধটি লোকোমোটর অ্যাটাক্সি রোগে উৎকৃষ্ট কাজ করে। রোগী অন্ধকারে চলতে পারে না। দিবাভাগে উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করে এবং চোখে একটি জিনিষ দুইটি দেখে। এতদ্ব্যতীত মস্তিষ্কের পুরাতন রোগ, পক্ষাঘাত, মূখমন্ডলের স্নায়ুশূল প্রভৃতি রোগেও ব্যবহার্য্য। সমগুণ।— ব্যারাইটা কার্ব, আর্জ-নাই।
শক্তি।–৬ ও ২০০।