অ্যাকোয়া-মেরিণা (Aqua Marina)

পরিচয়। সমুদ্রের গভীর তলদেশ হতে পানি তুলে এই ঔষধটি প্রস্তুত হয়।

ব্যবহারস্থল।ডাঃ ক্লার্ক বলেন – যারা সমুদ্রতীরে বা সমুদ্রের নিকটে বসবাস করে, তাদের পিত্তাধিক্য কোষ্ঠকাঠিন্য, মাথাধরা রোগ এটার উচ্চশক্তি ফলপ্রদ।

ডাঃ ওয়েসেলহট এই ঔষধটি পরীক্ষা করে নিম্নলিখিত লক্ষণগুলি পেয়েছিলেন –ডানদিকের কপালের ও রগের স্নায়ুশূল, গলার মধ্যে মাছের কাঁটা বা চুল রয়েছে বোধ (আর্জেন্ট-মেট, নেট্ৰ- মি)। গলার ভিতর সুড়সুড় করে এবং কিছু গিলবার সময় বমির বেগ ও কাশির উদ্রেক হয়। গিলবার সময় কান বেদনা। অবিরত খুকখুক করে কাশি, অনেকক্ষণ কাশলে তুলার মত সাদা শ্লেষ্মা উঠে সমুদ্রের উপকূলে রোগের বৃদ্ধিই এটার সর্বশ্রেষ্ঠ লক্ষণ। এই লক্ষণটি নেট্রাম-মিউরেও আছে। ডাঃ বোরিক বলেন –ক্যান্সার, শিশুদের গন্ডমালা ও নানাপ্রকারের টিউবারকুলোসিস রোগে এই ঔষধটি ফলপ্রদ। পুরাতন গ্রন্থি-স্ফীতি, বিশেষতঃ গলদেশের গ্রন্থি পেকে পুঁজ হলে কার্যকরী।

শক্তি।—১২ হতে ৩০; অনেকে কিন্তু উচ্চশক্তিই বেশী কার্যকরী মনে করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!