অ্যাকুইলিজিয়া-ভালগেরিস (Aquilegla Vulgaris)
পরিচয়। এটা ইউরোপজাত একপ্রকার বাৎসরিক গাছড়া।
ব্যবহারস্থল। –এই ঔষধটি হিষ্টিরিয়া রোগে বিশেষ ফলপ্রদ। হিষ্টিরিয়াগ্রস্তা রোগিণী মাথার যন্ত্রণার সময় মনে করে যেন তার মাথায় পেরেক বিদ্ধ হয়েছে। গুল্মবায়ু সহ দৃষ্টিহীনতা; শিরঃশূল এবং স্ত্রীলোকদের বয়ঃসন্ধি (অর্থাৎ ৪০-৪৫ বৎসর বয়সে) কালে সবুজবর্ণের বমন, স্নায়বিক কম্পন প্রভৃতি ক্ষেত্রে কার্যকরী।
শক্তি। নিম্নক্রমই ফলপ্রদ।