অ্যাপোমর্ফিয়া (Apomorphia)

পরিচয়।— আফিংয়ের উপক্ষার হতে প্রস্তুত।

ব্যবহারস্থল। —-সুরাপান জনিত রোগ, আফিং সেবনের অভ্যাস, গর্ভিণীর বমন; যানবাহনে চলবার ফলে বমন, মস্তিষ্ক-বিকৃতি জন্য বমন, নিউমোনিয়া রোগে বমন ইত্যাদি ক্ষেত্রে উপযোগী।

যন্ত্রণাশূন্য বমন নিবারণের জন্য এই ঔষধটি খুবই মূল্যবান। বমন করার পর রোগীর মাথার যন্ত্রণা বৃদ্ধিপ্রাপ্ত হয় ও অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ে সেইসঙ্গে গা-বমি-বমিও দেখা যায়। যন্ত্রণা; শরীর, বিশেষতঃ মাথা গরম বোধ হয়, বুক-জ্বালা। গর্ভাবস্থায় বমনে ককুলাস, ক্রিয়োজোট, নাক্স, থাইরয়ডিন (প্রত্যুষে সেব্য), কিউগ্রাম-সাক্ষ, বেরিয়াম অক্সালেট, সিম্ফোরিকাপাস- রেসিমোসা প্রভৃতি বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাপোমর্ফিয়া সমুদ্র ভ্রমণ জনিত বমনের (sea-sickness) একটি উত্তম ঔষধ। ডাঃ ব্ল্যাকম্যান বলেছেন—সমুদ্রযাত্রার ২/৩ দিন পূর্বে এটার নিম্ন শক্তি সেবন করলে, সমুদ্র বমনের আর আশঙ্কা থাকে না, তদ্রূপ ককুলাস – ইন্ডিকাও ঠিক এমন অবস্থায় ব্যবহৃত হয়ে থাকে। ডাঃ ব্ল্যাকম্যানের মত ডাঃ পিয়ার্সও ককুলাস সম্বন্ধে ঠিক এমন উক্তি করেছেন, অর্থাৎ সমুদ্র যাত্রার ২/৩ দিন পূর্বে ককুলাস সেবন করলে. সমুদ্র বর্মনের আর আশঙ্কা থাকে না। ককুলাসে চলতি নৌকা, ষ্টীমার বা অন্য কোন জলযান দেখিলে গা-বমি-বমি করে ও বমি হয়।

শক্তি।–৩, ৬।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!