অ্যান্টিফেব্রিণাম (Antifebrinum or Acentanilidum)
পরিচয়।—-অ্যানিলিন হতে প্রস্তুত হয়।
ব্যবহারস্থল। —অ্যান্টিফেব্রিণামের রোগী সামান্য ঠাণ্ডাও সহ্য করতে পারে না। হৃদযন্ত্র অত্যন্ত দুর্বল, হৃদযন্ত্রের গতি অনিয়মিত। নীল-পান্ডু রোগ। হৃদযন্ত্রের রোগের সাথে প্রস্রাবে অ্যালবুমেন বের হয় ও পা ফোলে, রোগী মনে করে তার মাথা ঘড় হয়ে গেছে। সহজেই মূৰ্চ্ছিত হয়ে পড়ে।
অ্যান্টিপাইরিনের সাথে ঔষধটির ক্রিয়ার সাদৃশ্য আমরা মাথার যন্ত্রণা ও স্নায়ুশূলাদি রোগে দেখতে পাই।
শক্তি। ৩য় ক্রম।