অ্যানিসাম–ষ্টেলেটাম্ (Anisum Stellatum)
পরিচয়।— চীনদেশ জাত ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষ বিশেষের ফল।
ব্যবহারস্থল।—ক্ষয়কাশি এবং অন্যান্য কাশি রোগে বুকের মাঝখানে তৃতীয় পঞ্জরাস্থির নিকট বেদনা এই ঔষধের বিশেষ লক্ষণ। প্রত্যেক তৃতীয় মাসের নির্দিষ্ট দিনে শূলবেদনা রোগেও এই ঔষধটি বিশেষ কার্যকরী। ডাঃ হেরিং বলেন— পুরাতন হাঁপানিরোগ, মদ্যপায়ীদের উদরাময় ও পাকস্থলীর সর্দি-লক্ষণে অ্যানিসাম সুন্দর কাজ করে। এটার রোগীর উপর ওষ্ঠে হুলফোটান ব্যথা হয়, অথচ আশ্চর্য্য এই–আক্রান্ত স্থান স্পর্শ করলে রোগী আরাম বোধ করে। গয়ার সাদা ও চটচটে।
জিহবায় বিশেষতঃ জিহবার দুই ধারে ঘা হয়। গর্ভবতীর মুখে ঐরূপ ঘা হলে কলোফাইলাম; স্তন্যপায়ী শিশুর ঐরূপ ঘা হলে, বোরাক্স, ইথুজা, নাক্স ভমিকা বা সালফার ব্যবহার্য্য।
ক্ষয়কাশি বা রক্তোৎকাস রোগে রক্ত বের হয় বা তৃতীয় পঞ্জরাস্থির নিকটে তীব্র বেদনা থাকে, তখন এই ঔষধ দ্বারা বিশেষ ফল পাওয়া যায়। পূর্ববর্ণিতরূপ বেদনা বুকের বামদিকের উপরাংশে হলে, মার্টাস-কমিউনিস ও কেবল বামদিকে বেদনা হলে, পিক্স-লিকুইডা কার্যকরী। স্তনের নিম্নে বেদনা হলে অ্যাসিড-অক্সালিক ও অ্যাসিড-ফুয়োরিক, বেদনা স্তন হতে আরম্ভ করে বক্ষঃদেশের ভিতর দিয়ে পৃষ্ঠদেশে চালিত হলে, লিলিয়াম-টাইগ্রিনাম, বক্ষঃ হতে পৃষ্ঠে চালিত হলে, কেলি-কার্ব এবং পৃষ্ঠ হতে বক্ষঃদেশে চালিত হলে সার্সাপ্যারিলা উপযোগী।
শক্তি।–৩, ৬, ৩০।