আনিলিনাম (Anilinum)
পরিচয়।—এটার অপর নাম অ্যামিডো-বেঞ্জোইন।
ব্যবহারস্থল। — রোগী জড়ভরত গোছের, বুদ্ধি-বিবেচনা একটু কম। রক্তাল্পতা, কলেরা, ক্যাঙ্গার, লালবর্ণের একজিমা প্রভৃতি রোগে যদি আর্সেনিকের মত লক্ষণ প্রকাশ পায় এবং ভেদ- বমন, মাথার যন্ত্রণা, মৃগী প্রভৃতি হয়ে রোগীর শরীর নীল হয়ে যায় তা হলে এই ঔষধটি সুন্দর কাজ করে। ডাঃ বোরিক বলেন ——মুখের রং বেগুনে আভাযুক্ত, মূত্ৰনলীতে টিউমার, অত্যধিক রক্তাল্পতার ফলে সর্বশরীর বিবর্ণ ও ঠোট দুইটি নীলবর্ণ হলে এবং সেই সাথে ক্ষুধার অভাব, হজমের গোলযোগ ও চর্মের নানাস্থানে স্ফীতি থাকলে, অ্যানিলিনাম ফলপ্রদ। কোন কোন রোগীর পুংজননেন্দ্রিয় এবং অন্ডকোষ ও স্ফীত হয়।
শিরঃরোগ।—রোগীর মাথায় কিছু বিধিতেছে এরূপ যন্ত্রণা, মাথার যন্ত্রণায় চোখ লাল হয় বেলেডোনার সঙ্গে তুলনীয়।
উদরাময় ও কলেরা। —ভেদ ও বমি হয়ে সর্বাঙ্গ বরফের মত ঠান্ডা হয়, সেই সঙ্গে পেটে তীব্র বেদনা ও পরিপাকযন্ত্রে ভয়ানক জ্বালা হয়, কখন কখনও পেট শক্ত হয়।
ধ্বজভঙ্গ। – পুংজননেন্দ্রিয় ও অন্ডকোষে বেদনাসহ ধ্বজভঙ্গ রোগ।
চর্মরোগ।—হাতের কব্জির নিকট ফোঁড়া হয়ে রস নিঃস্রাব বা হাঁটুতে লালবর্ণের একজিমা উঠে হাঁটু ফুলে াওয়া এবং অত্যধিক চুলকানি ও রসস্রাবে এটা ফলপ্রদ !
শক্তি।—এটার নিম্নশক্তিই বেশী ব্যবহৃত হয়।