অ্যাঙ্গাসটুরাস্পুরা বা ফল্সা (Angustura Spura of Falsa)

ব্যবহারস্থল। — অত্যধিক তন্দ্রালুতাসহ শিরঃরোগ, সন্ধ্যাকালে শিরঃরোগ হ্রাস ও পেটে দগ্ধপানি বেদনা, এই দুইটি লক্ষণ এই ঔষধে বিশেষভাবে পরিলক্ষিত হয়।

ধনুষ্টঙ্কার। –রোগের আক্ষেপকালে চেতনা-বিশৃঙ্খলা না ঘটা, গোলমালে ও পানি বা কোনও প্রকার তরল পানীয় পানে ধনুষ্টঙ্কারের আক্ষেপ বৃদ্ধি লক্ষণে এই ঔষধটি কার্যকরী। নিম্নাঙ্গের পক্ষাঘাত; সামান্য স্পর্শে বৃদ্ধি, কেউ ছুঁইবে ভয়ে চীৎকার করে উঠে। মূত্রনলী পথে মূত্রপাথরী বের হয়কালে নানাপ্রকারের যন্ত্রণার প্রশমন করে বলেও এই ঔষধটির খ্যাতি আছে।

শক্তি। অরিষ্ট ও নিম্নশক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!