অ্যানসিট্রোডন (Ancistrodon )
পরিচয়। একজাতীয় সাপ হতে এই ঔষধটি প্রস্তুত হয়।
ব্যবহারস্থল।—এটা একটি গভীর ক্রিয়াশীল ঔষধ। আর্সেনিকের মত এটাতেও স্বরভঙ্গ, মানসিক ও শারীরিক অস্থিরতা, পানিপিপাসা (সামান্য সামান্য পানি পান করা) আছে এবং ল্যাকেসিসের মত গাত্রবস্ত্র ঢিলা করে দেওয়াও আছে। এটার মানসিক অবস্থা পরিবর্তনশীল, রোগী স্বপ্নে কাল্পনিক দৃশ্য দেখে। এই ঔষধে স্ত্রী এবং পুরুষ উভয়েরই কামোন্মত্ততা অত্যধিক। রোগিণীর ডিম্বকোষ- প্রদেশে ব্যথা হয়। রোগী মনে করে যেন তার সমস্ত বুকটা ফুলে পেটের উপর ঝুলে পড়েছে। বামদিকের পৃষ্ঠফলকাস্থির নিম্নে দপ্দপ্ করে।
প্রদর্শক লক্ষণ।—ডান ওভারিতে বেদনা, হলদে প্রদরস্রাব। বেলা ৩টায় শুষ্ক কাশি। ছট্ফট্ করে, বুক ধড়ফড় করে। মাথা পিছনদিকে ঝুলাইয়া শোয়। কাপড় টান করে পরতে পারে না। বিকালে জ্বর আরম্ভ হয়। ভাবে সমস্ত শরীর ফুলছে এবং ফেটে যাবে। চোখের উপর পাতার চামড়া থলির মত ফুলা।
বৃদ্ধি।—বিকালে; রাত্রে; শুইলে; বেলা ৩টায়। হ্রাস।—বেড়ালে।
শক্তি। ৬ষ্ঠ ক্রম।