অ্যানাকার্ডিয়াম–অক্সিডেন্টেল (Anacardium Occidentale)
ব্যবহারস্থল। -এই ঔষধটি চর্মের রোগে কার্যকরী। চর্মে নানাপ্রকারের উদ্ভেদে এবং বিসর্প রোগে, প্রথমে ফোস্কার মত উদ্ভেদ উঠে পরে সেটা লোপ পায়। সাধারণতঃ মুখেই এই উদ্ভেদ সকল বেশী উঠে। সেটার চর্মরোগের লক্ষণ অনেকটা রাস টক্সের মত এটা আঁচিল, পায়ের কড়া, দাদ, পায়ের তলা ফাটা, মারাত্মক ক্ষত প্রভৃতি রোগে কার্যকরী। বসন্ত রোগে যেখানে ভয়ানক চুলকানি থাকে, উদ্ভেদগুলির মধ্যস্থান একটু বসা, সেই স্থানে এই ঔষধ ফলপ্রদ।
প্রদর্শক লক্ষণ।—ফোস্কার মত উদ্ভেদ, বিশেষতঃ মুখমন্ডলে। ফোস্কার মধ্যস্থল বসা। অসহ্য চুলকানি। ইরিসিপেলাস, ডানদিক হতে বামদিকে যায়। কুষ্ঠরোগ, অসাড়। পায়ের তলার চামড়া ফাটা-ফাটা। আঁচিল, দাদ। জিব ফোলে ও যন্ত্রণা হয়। কুষ্ঠরোগে এবং বাতে এটার ব্যবহার আছে। ঘাড়ের বাতের বেদনায় ঘাড় সেঁটে ধরে আছে বোধ, একটু নড়াচড়ায় বেদনার বৃদ্ধি।
বিসর্গ রোগে যেখানে রাস টক্স দ্বারা ফল পাওয়া যায় না, সেইস্থানে এই ঔষধ দ্বারা ফল পাওয়া যায়।
শক্তি।–Q এবং নিম্নশক্তিই সর্বদা ব্যবহৃত হয়।