অ্যামিগ্ডেলাসপার্সিকা (Amygdalus Persica)

ব্যবহারস্থল। —ঔষধটি নানাপ্রকার বমির জন্য ফলপ্রদ। গর্ভবতী রমণীদের প্রাতঃকালীন বমন, সর্বদা গা-বমি-বমি ও বমি। সদৃশ। —অ্যাপোমফিয়া —আহারের পর ভুক্তদ্রব্য বমি হয়ে উঠে যায়। বমির সময় অসহনীয় বেদনা, শিরোবেদনা, নিদ্রালুতা ও অবসন্নতা। জিহবা পরিষ্কার। অ্যাসিড- কার্বলিক—গর্ভবতী রমণীর এবং ক্যান্সারের বমনের জন্য ফলপ্রদ। সিফোরিকাপাস-গর্ভাবস্থায় প্রাতঃকালীন বমন। রোগিণী সামান্য একটু চলাফেরা করলে বমনের বৃদ্ধি হয় এবং ক্রমাগত উঁকি উঠতে উঠতে রক্তবমি পর্য্যন্ত হয়ে যায়। খাদ্যদ্রব্যের গন্ধে বা খাদ্যদ্রব্যের কথা ভাবিলেও বিবমিষা। সিরিয়াম-অক্সালিকাম — গর্ভাবস্থায় বমন, বমনে অর্দ্ধজীর্ণ ভুক্ত দ্রব্যাদি উঠে যায়।

শিশুদের পাকস্থলীর গোলযোগেও অ্যামিগ্‌-পার্সি কার্যকরী। শিশু যা খায় তাই বমি করে। মূত্রস্থলী হতে রক্তস্রাব। আঘা জনিত মূত্রস্থলী হতে উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাবে আর্ণিকা। শৈরিক বা কাচে রক্তস্রাবে—হ্যামামেলিস। টেরিবিন্থ – রক্তপ্রস্রাব, প্রস্রাবে কষ্ট, কিনিতে ঘিনঘিনে বেদনা, পেট-ফুলে ঢাকের মত হয়। রোগী কোন জিনিষের স্বাদ বা গন্ধ পায় না; ভাবে যেন তার জিহবাটি লম্বা হয়ে গেছে।

শক্তি।–১, ৩, ৬।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!