অ্যামোনিয়ামব্রোমেটাম (Ammonium Bromatum)

ব্যবহারস্থল।—সুন্দরী নারীদের চোখে-প্রদাহ ও বক্তাগণের স্বরনলী প্রদাহ। সকালবেলা ঘুম হতে উঠলেই কাশি আরম্ভ হয়, কাশবার সময় বুকে ফিক্ ব্যথার মত ব্যথা অনুভূত হয়, রাত্রি ৩টায় কাশির বৃদ্ধি ও যে গয়ার বের হয়, সেটা দড়ির মত। কেলি-বাইক্রমিকামে গয়ার প্রচুর পরিমাণ, হলদে রঙের এবং এত আঠাল যে দড়ির মত লম্বা হয়ে ঝুলতে থাকে, সহজে পড়ে না; বৃদ্ধি আহারের পরে এবং গ্রীষ্মকালে, অ্যামন-ব্রোমেটামে খোলা ঠান্ডা হাওয়ায়। কেলি-কার্বের বৃদ্ধি- রাত্রি ২টা হতে ৪টার ভিতরে (প্রায়ই রাত্রি ৩ টায়); ঠান্ডায় ও উষ্ণতায় এবং গ্রীষ্মকালে উপশম। মাথার যন্ত্রণা খুব প্রবল, সমস্ত মাথাটি যেন কষে বেধে রাখা হয়েছে। রোগী বড়ই ভীতু স্বভাবের এবং নিরুৎসাহ, কোন কার্য্যে তার উৎসাহ নেই। অনেকে সেরিব্রো-স্পাইন্যাল- মেনিঞ্জাইটিস রোগে এটা ব্যবহার করতে উপদেশ দেন।

মৃগী রোগেও এটা কার্যকরী। মৃগী রোগী ভাবে যেন তার পেটের উপর হতে কি একটা জিনিস সড় সড় করে উপরের দিকে উঠছে; মৃগীর ফিট উষ্ণ পানীয় বা উষ্ণ ঘরে উপশম হয়। তুলনীয়।— অ্যাসিন্থিনাম—রোগীর প্রথমে মাথা ঘোরে, যেন কি একটা মূর্ত্তি দেখে, পরে খেঁচুনী আরম্ভ হয়, দাঁত কড়মড় করে, জিহবায় দাঁতের কামড় লাগে তাতে মুখ হতে রক্ত মিশ্রিত ফেনা বের হয়। আর্টিমিসিয়া—ঘন ঘন ফিটের জন্য রোগীর সহজে জ্ঞানের উদ্রেক হয় না অতিরিক্ত শুক্রক্ষয়ের জন্য অথবা কৃমি জনিত মৃগী। বিউফো –ফিট আরম্ভের পূর্বে রোগী সজোরে চীৎকার করে উঠে, জননেন্দ্রিয়ের উত্তেজনা রোগের কারণ। কিউপ্রাম-মেটালিকাম—ঘুমন্ত অবস্থায় মৃগী। মৃগীর অরা (aura) হাঁটু হতে আরম্ভ হয়ে ক্রমে উপরে উঠে।

চোখের অসুখ।—চোখের নানাপ্রকার রোগে এটা উপযোগী। চোখে টাটান ব্যথা, চোখ ঘোর লাল, সকালবেলা ঘুম হতে উঠবার সময় চোখ দুইটি জুড়ে থাকে, চোখের তারা খুব বড় হয়েছে এরূপ অনুভব, সেইসঙ্গে চোখের উপরে ও মাথায় যন্ত্রণা। সন্ধ্যাবেলা চোখের পাতা ঝুলে পড়ে, সেজন্য চোখ তাকাইতে পারে না।

হুপিং-কাশি।—আক্ষেপিক ও দেহ আলোড়নকারী কাশি –কয়েক মিনিট ব্যবধানে কাশি হয়, ঐ কাশি বহুক্ষণ থাকে। এটার কাশি ভোর ৩টার সময় আরম্ভ হয়ে থাকে এবং কাশির সময় দমবন্ধ হয়ে যাবার উপক্রম হয়, কাশতে কাশতে বুকে হঠাৎ মলের বেগ হয় ও তরল মল নিঃসৃত হয়। রোগী অনুমান করে যেন তার পেটের ভিতর হতে কাশি উঠে আসছে। কাশির সময় হুপ্ হুপ্ শব্দ স্পষ্ট শুনা যায়।

বৃদ্ধি।— খোলা হাওয়ায় ঠান্ডা বাতাসে; ভোর ৩টায়।

হ্রাস। —উত্তাপে; গরম পানীয় সেবনে; আঙ্গুল কামড়ালে।

শক্তি।— ১x, ৩x শক্তিই বেশী ব্যবহৃত হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!