অ্যামোনিয়ামপিক্রিকাম (Ammonium Picricum)

ব্যবহারস্থল। —এই ঔষধটি সবিরাম স্নায়ুশূলে এবং মাথার ডানদিকে ও পিছনের দিকের শিরঃশূলে কার্যকরী। প্রধান লক্ষণ—মাথার যন্ত্রণা, সেটা কান, ডানদিকের অক্ষিকোটর ও চোয়াল পৰ্য্যন্ত অনুভূত হয়। এটা মস্তক ও মেরুমজ্জার রক্তাধিক্যে সফলতার সাথে ব্যবহৃত হয়। মাথাধরা দুই-চারিদিন অন্তর মাঝে মাঝে প্রকাশ পায়, occipital headache অর্থাৎ মস্তিষ্কের পিছনে ঘাড়ে, বিশেষতঃ ডানদিকে বেদনা। তুলনীয়। – স্যাঙ্গুইনেরিয়া —এটারও মাথা ধরা ডানদিকে, মস্তিষ্কের পিছনে (Occipital region) আরম্ভ হয়ে সমগ্র মস্তকে ব্যাপ্ত হয় এবং পরে ডান চোখে অবস্থান করে, স্যাঙ্গুইনেরিয়ার মাথাধরা সূর্যোদয়ের সঙ্গে আরম্ভ হয়, দুপুর পর্য্যন্ত সেটার বৃদ্ধি, সূর্য্যাস্তের সঙ্গে সঙ্গে কমে যায়। রজোনিবৃত্তকালীন (menopause) স্ত্রীলোকদের পক্ষে অধিকতর উপযোগী। অ্যামন-পিক্রেটাম — স্ত্রীলোকদের ঋতুর পূর্বে এবং পরে প্রকাশ পেয়ে অত্যন্ত কষ্ট দেয়। যে সকল রমণীর ঋতু অনিয়মিত এবং বৈকালে পিত্ত-বমনের ইতিহাস থাকে তাদের পক্ষে উৎকৃষ্ট।

এটা পুরাতন ম্যালেরিয়ার জন্য একটি মূল্যবান ঔষধ। বহুদিন পর্য্যন্ত যে রোগী ম্যালেরিয়ায় ভুগে কঙ্কালসার হয়েছে, দুইদিন একটু ভাল থাকে আবার জ্বর হয়, সেই সাথে পৰ্যায়ক্রমে মাথাধরা থাকে, এরূপ অবস্থায় ঔষধটি সুন্দর কাজ করে। বহুদিনব্যাপী মানসিক ও শারীরিক পরিশ্রম হেতু মস্তিষ্কের দুর্বলতা, হাত-পা কাঁপে, পরিশ্রম করার শক্তি থাকে না। সামান্য পরিশ্রমেই মাথা ধরে, নিদ্রা আদৌ হয় না, হলেও তাতে শান্তি আসে না। রোগী ক্রমে নিস্তেজ হয়ে পড়ে, এরূপ অবস্থায় এই ঔষধটি বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে।

স্নায়ুশূল এবং হুপিং-কাশিতেও এই ঔষধ উপযোগী।

শক্তি।– ১x, ৩x, ৬, ৩০।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!