অ্যামোনিয়ামকষ্টিকাম (Ammonium Causticum)

পরিচয়।-লাইকার অ্যামোনিয়া-করসিওর নামক রাসায়নিক পদার্থ।

ব্যবহারস্থল। — হৃদ্‌পিন্ডের একটি বলকারক ঔষধ। সহসা হৃদপিন্ডের অবসাদ হয়ে সংজ্ঞালোপ, জমাট রক্ত প্রবেশ করার ফলে শিরার অবরোধ, রক্তস্রাব, সর্পদংশন ক্লোরোফরমের আঘ্রাণ নেবার পর মত্ততা প্রভৃতির জন্য উপযোগী। ডাঃ বোরিক বলেন—উল্লিখিত ক্ষেত্রে এই ঔষধের আঘ্রাণ নিলেও উপকার দর্শে। অন্ননলীর জ্বালার সাথে প্রবল বমন, নাক-মুখ দিয়ে রক্তস্রাব এবং রক্তস্রাবের পর অত্যন্ত অবসাদ ও ভীতি

শ্বাসযন্ত্রের রোগ।—শিশুর হঠাৎ শ্বাসনলীর মুখে আক্ষেপ হয়ে শ্বাসকষ্ট, সেইসঙ্গে তালুমূলে জ্বালা এবং স্বরলোপ হয়। ডিথিরিয়া রোগে প্রথমে নাসারন্ধ্রে আক্রান্ত হয়ে সেখানে জ্বালা অনুভব এবং শরীর অত্যন্ত অবসন্ন বোধ হয়; স্রাব যেখানে লাগে সেখানে জ্বালা করে ও হেজে যায়। ফুসফুসের ভিতর শ্লেষ্মা জমে প্রচুর কাশি এবং শ্বাসনলীর দ্বারের আকুঞ্চন ও প্রসারণের জন্য শ্বাসরোধ হয়ে রোগী খাবি খেতে থাকলেও এটা কার্যকরী। শিশুর গলার ভিতর অনবরত “সোঁ- সোঁ” “কোঁ-কোঁ” শব্দ হতে থাকে। স্বরযন্ত্রের প্রদাহ হয়ে স্বরভঙ্গ হলেও এটা ফলপ্রদ। ডাঃ ক্লার্ক বলেন—প্রবল পিপাসা, বমন, স্বরভঙ্গ, খাবি খাওয়া, গলমধ্যস্থ শ্লৈষ্মিক ঝিল্লীর স্ফীতি, শ্বাস-প্রশ্বাসে উচ্চ শব্দ, রক্তমিশ্রিত গয়ারাদি উপসর্গে এই ঔষধ কার্যকরী

অঙ্গ-প্রত্যঙ্গ।—রোগীর সর্বাঙ্গে অবসাদ এবং কম্পন প্রকাশ পায়, সে অত্যন্ত শ্রান্ত ও অবসন্ন হয়ে পড়ে, ঘাড়ে বাতের বেদনা, সকল দ্বার দিয়ে রক্তস্রাব ও সেইসঙ্গে গায়ের চামড়া উষ্ণ ও শুষ্ক থাকে।

শক্তি।—মূর্ছা ও ক্লোরোফরম অপব্যবহার প্রভৃতির জন্য অচৈতন্য অবস্থায় মূল-অরিষ্টের আঘ্রাণ কার্যকরী। অন্যান্য রোগে ১ম ও ৩য় শক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!