অ্যামোনিয়াম–অ্যাসেটিকাম (Ammonium Aceticum)
মূত্রে প্রচুর শর্করা, এবং যেন ঘর্মে গোসল করে উঠেছে এমন প্রচুর ঘাম লক্ষণে, বহুমূত্র রোগে এই ঔষধটি কার্যকরী। যে বহুমূত্রে বা মূত্রমেহ রোগে প্রস্রাবে অত্যধিক পরিমাণ শর্করা থাকে, রোগীর পিপাসাও অত্যধিক, তাতে অ্যাব্রোমা-অগষ্টা, সেফাল্যান্ড্রা-ইন্ডিকা, জিমনেমা-সিলভেষ্টর, সিজিজিয়াম প্রভৃতি বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাব্রোমা-অগষ্টা ঋতু সম্বন্ধীয় গোলযোগবিশিষ্ট স্ত্রীলোকদের পক্ষে অধিকতর উপযোগী সেফাল্যানড্রায় পিত্তাধিক্য থাকে।