অ্যালষ্টোনিয়া–স্কলারিস (Alstonia Scholaris)
পরিচয়। ছাতিম গাছের বল্কল হতে প্রস্তুত হয়।
ব্যবহারস্থল। -অবসন্নতা, উদরাময়, আমাশয়, ম্যালেরিয়া জ্বর, অতিরিক্ত স্তন্যদানের কুফলে দুর্বলতা, হৃদ্স্পন্দন, রক্তাল্পতা, জরায়ুর দুর্বলতা প্রভৃতি। এটা উদরাময়ের একটি উত্তম ঔষধ। বার বার মলত্যাগের ইচ্ছা, সেইসঙ্গে অঙ্গ-প্রতঙ্গে খিলধরা, পেটে খামচানি বেদনার সাথে মলত্যাগের বেগ, খাওয়া শেষ না হতেই মলত্যাগের ইচ্ছা (চায়না) হয়। ডাঃ ফ্যারিংটন বলেন— ম্যালেরিয়া জ্বরের উদরাময়ে এই ঔষধ কার্যকরী। অশুদ্ধ পানি পানে উদরাময় বা আমাশয়। ডাঃ ডিট্জ বলেন—পরিপাকশক্তির দুর্বলতায় খেতে খেতে মলত্যাগের ইচ্ছা এবং মলের ভিতর আহার্য্য দ্রব্যের কণিকা লক্ষণে ব্যবহার্য্য।
তুলনীয়। চায়না—আহারের পরে বৃদ্ধি অথবা আহার শেষ হওয়ার পূর্বেই মলত্যাগের বেগ হয়। অজীর্ণ খাদ্যবিশিষ্ট মল। ফেরাম-মেটালিকাম – আহার করতে করতে মলত্যাগের বেগ হয় অথবা পানি পান করার সময়েও মলত্যাগের বেগ হয়, এটা ফেরামের বিশেষ লক্ষণ। গ্র্যাটিওলা অতিরিক্ত ঠান্ডা পানি পান করে উদরাময়। জিঞ্জিবার—অপরিষ্কার পানি পান জনিত উদরাময়। পিত্তপ্রধান ম্যালেরিয়া জ্বরে এই ঔষধটির নিম্নশক্তি দ্বারা আশাতীত সুফল পাওয়া যায়। কেউ কেউ টাইফয়েড বা অন্যান্য বলক্ষয়কারী রোগের পর অবসাদ ও দুর্বলতা দূর করতে এই ঔষধের ১x শক্তি ব্যবহার করতে উপদেশ দেন। সন্তানকে স্তন্যদান করার ফলে প্রসূতির উদরাময়।
এই ঔষধটি টনিকের মত কাজ করে। তুলনীয়। – অ্যাডেনা-স্যাটাইভা, অ্যালফালফা, অশ্বগন্ধা বা উইদানিয়া। এরাও টনিকের মত ব্যবহৃত হয়ে থাকে।
শক্তি।— ১x. ৩x, ৩০।