অ্যালষ্টোনিয়াকনষ্ট্রিক্টা (Alstonia Constricta)

পরিচয়।— অপর নাম বিটার-বার্ক। অস্ট্রেলিয়ায় কুইনিন হিসাবে ব্যবহৃত হয়।

ব্যবহারস্থল। —উদরাময়, দুর্বলতা, অবসাদ, পেটে শূন্যতাবোধ, মৃদু জ্বর, বুক ধড়ফড়ানি, শিশুকে অতিরিক্ত স্তন্যদানের ফলে মাতার দুর্বলতা, শ্বেতপ্রদর, পোয়াতিগণের বমি ও গা-বমি- বমি প্রভৃতি উপসর্গে এই ঔষধটির নিম্নশক্তি সুন্দর কাজ করে।

তুলনীয়।—ইপিকাক – বমনেচ্ছা এবং বমন প্রধান নির্দেশক লক্ষণ। নাক্স ভমিকা- পোয়াতিদের প্রভাতকালীন বমনে (morning sickness) বিশেষ উপযোগী। অজীর্ণ-দোষ এবং অম্ল লক্ষণ থাকে। ক্রিয়োজোট—লালাস্রাবের সঙ্গে মিষ্টির আস্বাদযুক্ত পানি বমন, দিনের বেলার ভুক্তদ্রব্য সন্ধ্যার সময়ে বমন হয় অথবা আহারের দুই-তিন ঘণ্টা পরে ভুক্তদ্রব্য বমি হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!