অ্যাসিডাম-ইউরিকাম (Acidum Uricum)
পরিচয়।—এটার অপর নাম লিথিক-অ্যাসিড।
ব্যবহারস্থল। —এই ঔষধটি গেঁটেবাত ও সেই সাথে একজিমা বা কাউর, মেদার্বুদের (Lipoma) অতি উৎকৃষ্ট ঔষধ। ডাঃ বারনেট এই ঔষধটির নিম্নশক্তি প্রয়োগে বহু গেঁটেবাতের রোগী আরোগ্য করেছেন।
তুলনীয়। – অ্যাসিড বেঞ্জোয়িক এতে অশ্ব-মূত্রের মত রোগীর প্রস্রাব অত্যন্ত কটু, ঝাঁজালো গন্ধ থাকে। অ্যামন-বেঞ্জোয়িকাম – যাদের প্রস্রাবে এলবুমেন থাকে, প্রস্রাব পরিমাণে অল্প হয়, তাদের গেঁটেবাতে উপকারী। অ্যামন-ফস্ফোরিকাম—তরুণ অবস্থায়, প্রায়ই ব্যবহৃত হয় না, পুরাতন রোগে যখন গাঁটে খড়ি-চূর্ণের মত একপ্রকার সাদা পদার্থ (urale of soda) জমে, তখনই উপযোগী। কলচিকাম – জানুসন্ধির বাতে উপকারী, প্রথমে বুড়ো আঙ্গুল আক্রান্ত হয় পরে সেটা বক্ষে যায় যাহাকে মেটাষ্টেসিস্ (melastasis) বলে, এতে কলচিকাম উপকারী। অ্যাসিড-ল্যাকটিক—আঙ্গুলের গাঁট এবং অন্যান্য গাঁটও ফোলে এবং সেটাতে তীব্র বেদনা হয়। প্রচুর পরিমাণ ঘাম, নড়াচড়ায় বৃদ্ধি।
শক্তি।– ৩x বিচূর্ণ।