অ্যাসিড-টার্টারিক (Acidum Tartaricum)

পরিচয়। তেঁতুল প্রভৃতি অম্লরস প্রধান ফল হতে প্রস্তুত হয়।

ব্যবহারস্থল। —পাকাশয়-প্রদাহেই এই ঔষধটি বেশী ব্যবহৃত হয়। উদরাময়ে এত বেশী মল বের হয় যে, রোগী বড়ই দুর্বল হয়ে পড়ে, এমন-কি রোগীর চলবার শক্তি লুপ্ত হয় –জিহবা শুল্ক থাকে ও অবিশ্রান্ত বমন হয়। বমিত পদার্থ হরিদ্রাবর্ণ, নাড়ী দুর্বল।

তুলনীয়। — ইপিকাক—শ্লেষ্মা ও ভুক্তদ্রব্যাদি বমন করে; অ্যান্টিম-টার্ট–কিছু পান করিবামাত্রই বমি করে; আর্সেনিক —সামান্য পানি পান করার পরেই বমি করে; ইথুজা—দুধ পান করিবামাত্র বমি করে। মার্কসল – শিশুদের হঠাৎ দুধ-বমন; ফেরাম-মিউর – অপরিপক্ক ভুক্তদ্রব্য বমন; ক্রিয়োজোট—পুরাতন বমন, অ্যাপোমর্ফিয়া – মস্তিষ্কের উত্তেজনাবশতঃ বমন।

শক্তি। মূল অরিষ্ট, ৩x, ৬x

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!