অ্যাসিড-গ্যালিক (Acidum Gallicum)
পরিচয়।— মাজুফল হতে এই ঔষধ তৈরী হয়।
ব্যবহারস্থল— যক্ষ্মারোগে এটার ব্যবহার প্রসিদ্ধ। দূষিত স্রাব নিবারণ ও রোগীর ক্ষুধা বর্দ্ধন এটার প্রধান কাজ। মূত্রদ্বার পথে রক্তস্রাব নিবারণে এটা একটি মূল্যবান ঔষধ। ডাঃ হেল প্রমুখ চিকিৎসকগণ বলেন –ব্রাইটস্ ডিজিজ জনিত রক্তস্রাব বা আঘাতাদি জনিত রক্তস্রাবে এই ঔষধের ১ x চূর্ণ প্রয়োগ করে বিশেষ ফল লাভ করা যায়। যক্ষ্মারোগে বামদিকের ফুসফুসের উপরের দিকে গর্ভ হলে এবং পুঁজের মত গয়ার উঠতে থাকলে এটা দ্বারা উপকার হয়। দুই ফুসফুসের মধ্যস্থলে এবং উপরের দিকে বেদনা থাকে, ঐ বেদনা গ্রীবা ও ডানদিকের কাঁধের পেশী এবং মেরুদন্ডের উপর পর্য্যন্ত প্রসারিত হয়, মুখ ও গলার ভিতর শুষ্কভাব। সন্ধ্যার পর শয়ন করলে উপশম হয়, সকালে কম থাকে।
সম্বন্ধ। আর্স-আয়োড, ব্যাসিলি, ক্যাল্কে-কার্ব, মাইরিকা, ফস, প্রভৃতি ঔষধের সাথে এই ঔষধটির কোন কোন ক্ষেত্রে সাদৃশ্য আছে।
শক্তি।– ১x, ৬, ৩০।