অ্যাসিড-ফৰ্ম্মিক (Acidum Formicum)
পরিচয়।—এই জাতীয় অ্যাসিড একপ্রকার লাল পিপীলিকা হতে তৈরী হয়।
ব্যবহারস্থল। —পুরাতন পেশীশূল। গেটেবাত ও সন্ধিবাত; ক্ষয়রোগ; নেফ্রাইটিস; ক্যান্সার; পিউপাস (বিষদুষ্ট ক্ষত) প্রভৃতি রোগে এই ঔষধে উত্তয় ফল, পাওয়া যায়। ডাঃ ক্লার্ক শিরার স্ফীতি, পলিপাস ও সর্দিরোগে এই ঔষধের একভাগ এগার ভাগ পরিস্রুত পানিতে মিশ্রিত করে সেটা হতে চা- চামচের এক চামচ আহারান্তে একবার বা দুবার সেবন করতে বলেন।
শক্তি। —৩, ৬, ৩০।