অ্যাসিড-বোরিক (Acidum Boracicum)
ব্যবহারস্থল।—এই ঔষধটির বাহ্যিক ব্যবহারই বেশী, তবে হ্যোমিপ্যাথিক মতে এটা চোখের ক্ষত, স্ত্রীজননেন্দ্রিয়ের ক্ষত এবং অন্যান্য ক্ষতে আভ্যন্তরীণ প্রয়োগের জন্যও প্রয়োজন হয়ে থাকে। রোগীর দেহে নানাপ্রকারের লালবর্ণের উদ্ভেদ বের হলে এবং সেটাতে ঘা হতে এই ঔষধ আভ্যন্তরিক এবং বাহ্যিক উভয়রূপেই ব্যবহার করা চলে। এই ঔষধের ১x শক্তির ১৫ গ্রেণ এক আউন্স পানির সাথে মিশ্রিত করে চোখের অঞ্জনিতে প্রয়োগ করলে সেটা শীঘ্র আরোগ্য লাভ করে।
বয়ঃসন্ধিকালে মাসিক স্রাব চিরতরে বন্ধ হওয়ার সময় সর্বশরীরে উত্তাপ বোধ হলে এবং মুখমন্ডল আরক্তিম দেখেলে, এই ঔষধ প্রয়োগ করা চলে। রজোনিবৃত্তিকালে স্ত্রীলোকদের মাথার তালুতে চাপ এবং জ্বালা, স্রাব অল্প এবং ক্ষণস্থায়ী, হৃৎস্পন্দন— ল্যাকেসিস, মাঝে মাঝে শরীরের ভিতর হতে উত্তাপের ঝলক, সোরা দোষ–সাঙ্কার। রোগিণীর যোনিপথে ঠান্ডা অনুভব— সিদ্ধিপ্রদ লক্ষণ।
শক্তি। – ৩x, ৬x চূর্ণ।