অ্যাসিডাম-সাফিউরোসাম (Acidum Sulphurosum)
পরিচয়।— সালফিউরিক অ্যাসিড পানিতে মিশিয়ে এই ঔষধটি প্রস্তুত হয়।
ব্যবহারস্থল।—ডাঃ বোরিক বলেন –সে সমস্ত রোগী অত্যন্ত চিন্তাযুক্ত ও দুর্দান্ত প্রকৃতির তাদের শিরঃরোগে ঔষধটি উপযোগী। রোগীর মাথার যন্ত্রণা বমি করলে উপশম হয়। ক্ষুধার লেশমাত্র নেই, সেইসঙ্গে ভয়ানক কোষ্ঠকাঠিন্য।
কাশি। -কাশতে কাশতে বুকে রোগীর স্বর-ভঙ্গ হয়ে যায় এবং কাশির সাথে প্রচুর গয়ার উঠে। স্ত্রীলোকদের দুর্বলতার জন্যও এই ঔষধ ব্যবহার করা চলে। কেউ কেউ বয়োব্রণ রোগেও এটা ব্যবহার করতে বলেন।
ডাঃ রিঙ্গার বলেন, আহারের ১০ মিনিট পূর্বে এই ঔষধ ১০/১৫ ফোঁটা সেবন করলে মুখে পানি উঠা ও পেটফাঁপা ইত্যাদি আরোগ্য হয়।
শক্তি।৩য় ক্রম।