অ্যাব্রোমা-আগষ্টা (Abroma Augusta)
পরিচয়।—ওলট-কম্বল। এটা একটি ভারতীয় ঔষধ। বাধকবেদনা ও অন্যান্য স্ত্রীরোগে মুষ্টিযোগ হিসাবে এটার বহুল ব্যবহার আছে।
ব্যবহারস্থল। —স্ত্রীলোকের ঋতুশূল, বাধক ও বহুমূত্ররোগে ব্যবহৃত হয়।
বহুমূত্ররোগে। —খিট্খিটে মেজাজ; মাথাঘোরা ও সেজন্য রোগী পড়ে যায়। সর্বদা চোখ বুজে থাকতে চায়। জিহবা ও মুখাভ্যন্তর শুষ্ক, অত্যন্ত পিপাসা ও ক্ষুধা পায়। কোষ্ঠবদ্ধতা, মল শক্ত, ডেলা-ডেলা। প্রস্রাব পরিমাণে অধিক, মূত্রত্যাগের পর পিপাসা। প্রস্রাবে শর্করা। রাত্রে বার বার মূত্রত্যাগ। হৃদস্পন্দন।
তুলনীয়।-এসিড-ফস্ফোরিক—প্রচুর পরিমাণে পানি অথবা দুধের মত প্রস্রাব; রাত্রিকালে বার বার প্রচুর পরিমাণে
প্রস্রাব। জিমো – সিল্ ভেক্টর – প্রচুর পরিমাণ সাদা রঙের প্রস্রাব, দিনরাতে অনেকবার হয়। পিপাসা অত্যধিক। এটার বিশেষত্ব এই যে এতে প্রচুর পরিমাণ শর্করা পাওয়া যায়। সিজিজিয়াম-জ্যাম্বোলেনাম্ – অতিরিক্ত পিপাসা সহ বার বার অত্যধিক পরিমাণ প্রস্রাব, রাত্রিকালে প্রচুর পরিমাণে প্রস্রাব।
স্ত্রীরোগ।— ঋতু অনিয়মিত, তলপেটে বেদনা, কাল চাপ চাপ রক্ত (ভাইবার্ণাম – আক্ষেপিক বেদনায় অধিকতর উপযোগী) বহুমূত্রজাত কার্বাঞ্চল রোগে এটা বিশেষ উপযোগী।
শক্তি।—মূল-অরিষ্ট, ১x, বা ১, ৩ প্রভৃতি নিম্নক্রম।