জাষ্টিসিয়া-অ্যাধাটোডা (Justicia Adhatoda)
পরিচয়।-বাসক। বাসকের পরিচয় আজ নূতন করে দিবার প্রয়োজন হয় না। “বাসক সিরাপ” আজ ঘরে ঘরে বিরাজিত। একটি প্রবাদ আছে-বাসক থাকতে-রক্তপিত্ত, ক্ষয়কাস এবং সাধারণত কাসগ্রস্ত রোগীদের হতাশ হওয়ার কোন কারণ নেই।
ব্যবহারস্থল ও প্রদর্শক লক্ষণ। সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হুপিংকাশি, যকৃৎ রোগ।
অত্যন্ত হাঁচির সঙ্গে প্রচুর পরিমাণ তরল শ্লেষ্মা নিঃসরণ। কাশি। কাশতে কাশতে বুকে দম যেন আটকিয়ে যায়। স্বরভঙ্গ, বুকে যেন অনেক শ্লেষ্মা জমা আছে মনে হয়, কাশতে কাশতে বুকে সামান্য উঠে অথবা মোটেই উঠে না (অ্যান্টিম-টার্টের মত)।
অবিশ্রান্ত এবং ভয়ানক কাশি, শুষ্ক কাশি, রাতে বাড়ে। গলার মধ্যে সাঁ সাঁ শব্দ। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসে ঐ প্রকারের কাশি (বেলেডোনা, হায়োসায়েমাস, ড্রসেরা, রিউমেক্স, মার্ক-সলের সাথে তুলনীয়)।
হুপিং-কাশি, যকৃৎ রোগ, যকৃতের ক্রিয়াবৈলক্ষণ্য। যকৃতে বেদনা, এবং ঐ স্থানে কুটকুট করা।
শক্তি।– ১x, ৩x, ৩০ সর্বদা ব্যবহৃত হয়।