বর্তমানে কেবল বাংলাদেশের রোগীদের জন্য এই সাইটে অনলাইন চিকিৎসার ব্যবস্থা আছে। ভিসা কার্ড বা মাস্টার কার্ড সেট আপ করার পর সারা বিশ্বের রোগীদের জন্য এই সাইটে অনলাইন চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশের রোগীরা 01743711994 পার্সোনাল নাম্বারে বিক্যাশ করে ফি পাঠাতে পারবেন।
ফি’র হারঃ
প্রতিটি একিউট বা তরুন রোগের চিকিৎসা ফি ২০০ টাকা। তরুন রোগটি ১ সপ্তাহ অতিক্রান্ত হলে ক্রণিক রোগের মত চিকিৎসা গ্রহণ করতে হবে।
প্রতিটি ক্রণিক রোগের চিকিৎসা ফি প্রথম প্রেসক্রিপশনের জন্য ৫০০ টাকা এবং পরবর্তি প্রতিটি প্রেসক্রিপশন ফি ৪০০ টাকা।
কিভাবে সিরিয়াল দিবেন?
সাবমিট করার পর আপনাকে নির্ধারিত ফি বিক্যাশের মাধ্যমে পাঠাতে হবে। এর পর ফরমের নির্দিষ্ট স্থানে বিক্যাশের TrxID সাবমিট করে প্রেসক্রিপশনের জন্য অপেক্ষা করতে হবে। ফি পরিশোধের ২/১ ঘন্টার মধ্যে * আপনার জন্য প্রেসক্রিপশন পাঠানো হবে। যে কোন সময় আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার প্রেসক্রিপশন দেখতে পারেবেন।